phone
+8801330079589
English
বাংলা

Homeহোম
Noticeবিজ্ঞপ্তি About Examপরীক্ষার সংক্রান্ত Paymentপেমেন্ট Certificateসনদ Appএপ

কার্যক্রম

* লক্ষ্য ও উদ্দশ্যে:


০১। প্রত্যকে মুসলমান এবং তাদের সন্তানদেরকে বিশুদ্ধ কুরআন, ইসলামী দ্বীনি তাহযীব, তামাদ্দুন সম্পর্কে শিক্ষা দেওয়া।


০২। সঠিক আক্বীদা এবং দ্বীনি শিক্ষার প্রচার ও প্রসার করা।


০৩। কুরআন-হাদীস, মাসায়লে এবং যুগোপযুগী বাংলা, গণিত, ইংরেজী শিক্ষার ব্যবস্থা করা।


* কর্মসূচী:


০১। সমগ্র বাংলাদেশে স্কুল ও মাদরাসা শিক্ষার সমন্বয়ে  কিন্ডারগার্টেন/নূরানী মাদরাসা প্রতিষ্ঠা করা।


০২। প্রত্যেকটি নূরানী মাদরাসায় পাঠ্যসূচী মোতাবকে শিক্ষার ব্যবস্থা করা।


০৩। পাঠদানের জন্য পাঠ্য বিষয় নির্ধারণ এবং মুদ্রণের ব্যবস্থা করা।


০৪। প্রতিটি নূরানী মাদরাসার শিক্ষা ব্যবস্থা পরিদর্শন পূর্বক রিপোর্ট প্রদান এবং সমস্যা নিরসনে জরুরী পদক্ষেপ গ্রহণ করা।


০৫। প্রতিটি নূরানী মাদরাসায় শিক্ষক নিয়োগ বিশেষ প্রয়োজনে শিক্ষক পরিবর্তন বা অপসারণের ব্যবস্থা করা।


০৬। প্রতিটি নূরানী মাদরাসায় পাঠ্যপুস্তক সরবরাহের ব্যবস্থা করা।


০৭। কেন্দ্রীয়ভাবে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা।


০৮। যোগ্য মুয়াল্লিম নিয়োগের ক্ষেত্র প্রশিক্ষণ প্রাপ্তকে প্রাধান্য দেয়া।


০৯। বিভিন্ন সময়ে আরবী, বাংলা ও ইংরজেী বিষয়ে বিশেষ বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা।


১০। জেলা বা অঞ্চল ভিত্তিকি মুয়াল্লমি জোড়ের ব্যবস্থা করা।


১১। বভিন্নি সময়ে নূরানী মাদরাসার পরচিালকদরে জোড়ের ব্যবস্থা করা।


১২। পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ছাত্র-ছাত্রীদের উৎসাহ-উদ্দীপনার উদ্দেশ্যে বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা।


১৩। প্রশিক্ষণে এবং বিভিন্ন মাদরাসায় পাঠদানের কৃতিত্ব র্অজনকারী মুয়াল্লিমদেরকে উৎসাহ-উদ্দীপনার উদ্দেশ্যে বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা।



কার্যালয়ঃ

প্রধান কার্যালয়ঃ কেরানীগঞ্জ, ঢাকা।

তথ্য ও যোগাযোগঃ

অফিসঃ +8801330079589
alternate_email ই-মেইলঃ assunnaheducationboard@gmail.com

Developed by: Md. Rafiz Uddin